কাঠালিয়ায় বজলুর রহমান মেমোরিয়াল বৃত্তি
মোঃ ফয়সাল আহম্মদ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর , ২০২৪ ০৫:৩৪
আপডেট: ২৩ ডিসেম্বর , ২০২৪ ০৫:৩৪ এএম
ঝলকাঠির কাঠালিয়ায় বে সরকারি ব্যবস্থাপনায় ১৬তম বজলুর রহমান হক্কোননূর মেমোরিয়াল বৃত্তি বাছাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ঝলকাঠির কাঠালিয়ায় বে সরকারি ব্যবস্থাপনায় ১৬তম বজলুর রহমান হক্কোননূর মেমোরিয়াল বৃত্তি বাছাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় এ বাছাই পরিক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৩৭টি মাধ্যমিক ও ১৩৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র প্রবাসী জিএম কাওসার রোমানের পৃষ্ঠপোষকতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১ম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণিতে ১৫ জন করে মোট ১৫০ জনকে বৃত্তি দেয়া হবে। শিক্ষার্থীরা প্রত্যেকে ৩ হাজার টাকা করে আর্থিক সুাবিধা পাবেন। পরিক্ষায় বৃত্তি প্রদান কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, সহ-সভাপতি উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম, সাংবাদিক মাসউদুল আলম ও সাধারণ সম্পাদক মো, মঞ্জিল মোর্শেদ, শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাবিরুল আলম, কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।