কাঠালিয়ায় জেলেদের মাঝে বকনা বাছুর গরু বিতরণ

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ৫ মার্চ , ২০২৪ ১৮:১৭ আপডেট: ৫ মার্চ , ২০২৪ ১৮:১৭ পিএম
কাঠালিয়ায় জেলেদের মাঝে বকনা বাছুর গরু বিতরণ
“জাটকা ধরা বন্ধ করি, বিকল্প পেশায় আয় করি” এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বকনা বাছুর গরু উপকরণ বিতরণ করা হয়েছে।

“জাটকা ধরা বন্ধ করি, বিকল্প পেশায় আয় করি” এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বকনা বাছুর গরু উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ ০৫ মার্চ মঙ্গলবার বেলা ১১.০০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে এ বকনা বাছুর গরু বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির ১৬ জন জেলের হাতে বকনা বাছুর গরু তুলে দেন। 

অনুষ্ঠানে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল আমিন প্রমূখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জেলেরা উপিস্থত ছিলেন। জেলেদের জাটকা ইলিশ ধরা থেকে বিরত রাখার জন্য উপজেলা মৎস্য অফিস এ বিকল্প কর্মসংস্থানের আয়োজন করেন।

এই বিভাগের আরোও খবর

Logo