কাজিপুরের সরকারি চাল ধুনটে উদ্ধার

মোঃ আব্দুল মজিদ প্রকাশিত: ১৮ জানুয়ারী , ২০২৪ ১০:৩৩ আপডেট: ১৮ জানুয়ারী , ২০২৪ ১০:৩৩ এএম
কাজিপুরের সরকারি চাল ধুনটে উদ্ধার
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়ন পরিষদের সরকারি ৪০ বস্তা চাল বগুড়ার ধুনটের ভান্ডারবাড়ি নৌকা ঘাট থেকে উদ্ধার করেছে ধুনট থানা পুলিশ।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়ন পরিষদের সরকারি ৪০ বস্তা চাল বগুড়ার ধুনটের ভান্ডারবাড়ি নৌকা ঘাট থেকে উদ্ধার করেছে ধুনট থানা পুলিশ।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান। জানা যায়, কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের বিরশুড়িগাছা নৌকা ঘাট থেকে সরকারি চাল বোঝাই নৌকা অবৈধ ভাবে বিক্রির উদ্দেশ্যে মেঘাই ঘাটে নিয়ে আসেন। দরদাম সুবিধা না হওয়ায় নিয়ে যান ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের নৌকা ঘাটে। সেখান থেকে ধুনট থানা পুলিশ উল্লেখিত চাল জব্দ করে।


এ ব্যাপারে খাসরাজবাড়ি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, আমার ইউনিয়ন পরিষদ থেকে এধরনের চাল কোথাও যায়নি। এব্যাপারে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, ভান্ডারবাড়ি নৌকা ঘাট থেকে ৪০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বিষয়টি অবগত হয়েছি, কাজিপুরের চাল হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এই বিভাগের আরোও খবর

Logo