কনকনে ঠান্ডায় কাঁপছে লালমনিরহাট, বিপাকে খেটে-খাওয়া সাধারণ মানুষ।

আব্দুল মালেক সজীব প্রকাশিত: ১৫ জানুয়ারী , ২০২৪ ০৮:০৫ আপডেট: ১৫ জানুয়ারী , ২০২৪ ০৮:০৫ এএম
কনকনে ঠান্ডায় কাঁপছে লালমনিরহাট, বিপাকে খেটে-খাওয়া সাধারণ মানুষ।
পৌষ আগমনের পর থেকেই হালকা ঠান্ডা অনুভূত হলেও গত ৫ দিন ধরে উত্তরের জেলা লালমনিরহাটে জেঁকে বসেছে শীত। ঘনকুয়াশা থাকায় সূর্যের দেখা মিলেনি গত পাঁচ দিনেও। এতে দিনের বেলায় যানবাহনের হেডলাইন জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে সড়ক-মহাসড়কে। প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেন না অনেকেই। পৌষের এই শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর, খেটে-খাওয়া, নিম্ন আয়ের সাধারণ মানুষেরা। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে শীত নিবারনে এসব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেও চাহিদার তুলনায় যথেষ্ট নয়।

পৌষ আগমনের পর থেকেই হালকা ঠান্ডা অনুভূত হলেও গত ৫ দিন ধরে উত্তরের জেলা লালমনিরহাটে জেঁকে বসেছে শীত। ঘনকুয়াশা থাকায় সূর্যের দেখা মিলেনি গত পাঁচ দিনেও। এতে দিনের বেলায় যানবাহনের হেডলাইন জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে সড়ক-মহাসড়কে। প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেন না অনেকেই। পৌষের এই শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর, খেটে-খাওয়া, নিম্ন আয়ের সাধারণ মানুষেরা। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে শীত নিবারনে এসব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেও চাহিদার তুলনায় যথেষ্ট নয়।
রবিবার (১৪ জানুয়ারি) সকালে লালমনিরহাটে সকাল নয়টায় তাপমাত্রা পরিমাপ করা হয় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা এবছর জেলার সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রার বিষয়টি রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান নিশ্চিত করেছেন।

হাড়কাঁপানো এই শীতে জেলার গ্রাম-গঞ্জে ঘুরে দেখা গেছে কনকনে ঠান্ডায় ও কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে সর্বত্র। সড়ক-মহাসড়কের যানবাহনগুলো হেডলাইন জ্বালিয়ে চলাচল করছে। বিশেষ করে নদীর চরাঞ্চল এবং তীরবর্তী লোকালয়ের মানুষ ধুকছে ঠান্ডার প্রকোপে। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পুরো জেলা।
ঠান্ডার কারণে শিশুসহ বয়োজ্যেষ্ঠদের দেখা দিয়ে শীতজনিত নানান রোগ। এতে হাসপাতালের ইনডোর-আউটডোরে ভিড় দেখা গেছে সেবাগ্রহীতাদের। এছাড়া গত ৫ দিন ধরে সূর্যের দেখা না মেলায় তীব্র শীতে ভোগান্তি বেড়েছে জনজীবনে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তা-ঘাট, লোকালয়। সেই সঙ্গে হিমেল বাতাসে জবুথবু অবস্থা বিরাজ করছে মানুষের।
লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার শিয়াল খোওয়া এলাকার বাসিন্দা কৃষ্ণমোহন রায় বলেন, কনকনা ঠান্ডাত জীবনটা একেবারে শেষ হয়া গেইল বাহে! এ্যাদোন ঠান্ডাত কি আর হামার মতো বুড়াগুলার জীবন চলে। একই বাজারে কথা হয় আরেক বৃদ্ধ চাঁন মিয়ার সাথে। তিনি বলেন, জারোত হাত-ঠ্যাংগোত ছ্যাংগা ধরছে। আইতোত (রাতে) এক কড়োত ঘুরা যায় না ঠান্ডার চোটে। জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের তিস্তা চরাঞ্চলের বাসিন্দা হানিফ মিয়া (৫২) বলেন, ঠান্ডাত কষ্টের আর শেষ নাই। ঠান্ডাত আবাদ সুবাদ সউগ শেষ হয়া যাবার নাগছে! ঠান্ডাত জীবন বাঁচে না, আর কি কাম কর্ম। একই রকম কথা বললেন এলাকার আরো অনেকেই।
রংপুর আবহাওয়া অফিস সূত্র জানায় লালমনিরহাটে আজ সকাল ৯ টায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।
লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, জেলার অসহায় ও নিম্ন আয়ের মানুষদের কম্বল বিতরণ করা হচ্ছে। এরই মধ্যে পাঁচ উপজেলায় ২৬ হাজার কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। যা বিতরণ প্রায় শেষের দিকে। আরো ৫০ হাজার কম্বলের চাহিদা পাঠানো হয়েছে বলেও জানান ডিসি।

এই বিভাগের আরোও খবর

Logo