কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউকে) অনিয়ম দুর্নীতির সন্ধান পেয়েছে দুদক।

ওমর ফারুক প্রকাশিত: ২ জানুয়ারী , ২০২৫ ১৭:৩০ আপডেট: ২ জানুয়ারী , ২০২৫ ১৭:৩০ পিএম
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউকে) অনিয়ম দুর্নীতির সন্ধান পেয়েছে  দুদক।
অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ- কউকের কয়েকটি শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।

অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ- কউকের কয়েকটি শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার (১ জানুয়ারি) সকালে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল সরেজমিনে অভিযান পরিচালনা করে। এসময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড শাখায় বেশকিছু অনিয়ম ও গড়মিল দেখতে পান দুদক কর্মকর্তারা। অভিযানে এক ভুক্তভোগীকে ফোন দেন দুদক কর্মকর্তা। পরে সেই ভুক্তভোগী মুঠোফোনে দুদক কর্মকর্তাকে জানান, ১১ হাজার টাকা সরকারি খরচের জায়গায় ৫০ হাজার টাকা দাবী করেন এক কর্মকর্তা। মুলত দীর্ঘদিন ধরেই কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের অথরাইজড শাখা নিয়ে বিভিন্ন অভিযোগ ছিলো সেবাগ্রহীতাদের। মোটা অংকের ঘুষের বিনিময়ে ভবন নির্মাণের অনুমোদন, নকশা প্রদান, ৫ তলার অনুমোদন দিয়ে ০৭ তলা নির্মাণ, ঘুষ না দিলে ভবন নির্মাণের অনুমতি না দেওয়া সহ বিভিন্ন অভিযোগ ছিলো অথরাইজড অফিসার রিশাদ উন নবী সহ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। পরে এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় দুদক। অভিযানের সময়, দুদক কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে দ্বিধাদ্বন্দে পড়ে যান অথরাইজড অফিসার রিশাদ। দুদকের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, সুর্নিদিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতেই তারা অভিযান পরিচালনা করেছে এবং নথিপত্র যাচাই বাছাই করে কারা কারা এসব অনিয়মে জড়িত তা আরও অধিকতর তদন্ত করা হবে। অভিযোগের বিষয়ে বক্তব্য প্রদানের জন্য আগামীকাল দুদক কার্যালয়ে হাজিরা দিতে বলা হয়েছে কউকের সহকারী অথরাইজড অফিসার মোর্শেদ আলম সহ কয়েকজন ইমারত পরিদর্শককে।

এই বিভাগের আরোও খবর

Logo