এইচএসসি পরীক্ষা যশোর বোর্ডের শতভাগ

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১৫ অক্টোবর , ২০২৪ ১৬:১৪ আপডেট: ১৫ অক্টোবর , ২০২৪ ১৬:১৪ পিএম
এইচএসসি পরীক্ষা যশোর বোর্ডের শতভাগ
পাস ১৩ কলেজ,৭টি কলেজ শতভাগ ফেল এ বছর এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে অধীনে শতভাগ পাস করেছে ১৩ কলেজ। আর ৭টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ ফেল করেছে। ফলাফল প্রকাশের সংভাদ সম্মেলনে এ তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ

এ বছর এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে অধীনে শতভাগ পাস করেছে ১৩ কলেজ। আর ৭টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ ফেল করেছে। ফলাফল প্রকাশের সংভাদ সম্মেলনে এ তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক ড.বিশ্বাস শাহীন আহমেদ


 বোর্ডে দেয়া তথ্যানুযায়ী শতভাগ পাস করা ১৩টি কলেজ হচ্ছে, ঝিনাইদহ ক্যাপেট কলেজ, যশোরের চৌগাছার হাকিমপুর মহিলা কলেজ, এসএম হাবিবুর রহমান পৌর কলেজ, মারুয়া ইউসুফ খান কলেজ, কেশবপুরের টিটা বাজিটপুর এম কে বি মহিলা কলেজ. ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ গার্লস স্কুল নড়াইল সদরের গোবরা মহিলা কলেজ, খুলনা কয়রার হাড্ডা পাবলিক কলেজ, সোনাডাঙ্গা ইসলামাবাদ কলেজিয়েট স্কুল, নেভী অ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা কমার্স কলেজ, গোবডারি জোরদিয়া স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়ার সান আপ ইন্টারন্যাশন্যাল স্কুল এন্ড কলেজ।


শতভাগ ফেল করা কলেজ গুলো হচ্ছে, মেহেরপুরের মোরকা জাগরণ কলেজ, খুলনার মডেল মহিলা কলেজ, শাপলা কলেজ, সাতক্ষীরার আকড়াকোলা আইডিয়াল কলেজ, মাগুরার গোপীনাথপুর এম এ খালেক স্কুল এন্ড কলেজ, যশোরের নেঙ্গুরহাট স্কুল এন্ড কলেজ ও ঝিনাইদহের নাজির উদ্দীন ইসলামীয়া কলেজ।

এই বিভাগের আরোও খবর

Logo