ইট ভাটার জ্বালানি কাঠ জব্দ

মো. নিজাম উদ্দিন প্রকাশিত: ২৪ জানুয়ারী , ২০২৪ ০৯:৫৪ আপডেট: ২৪ জানুয়ারী , ২০২৪ ০৯:৫৪ এএম
ইট ভাটার জ্বালানি কাঠ জব্দ
জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের দাতারামপাড়ায় অবস্থিত ৪টি ইট ভাটায় অভিযান পরিচালনা করে ৪৫০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করেছে মোবাইল কোর্ট। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন মোবাইল কোর্ট পরিচালনা করে জ্বালানি কাঠগুলি জব্দ করেন।

জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের দাতারামপাড়ায় অবস্থিত ৪টি ইট ভাটায় অভিযান পরিচালনা করে ৪৫০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করেছে মোবাইল কোর্ট।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন মোবাইল কোর্ট পরিচালনা করে জ্বালানি কাঠগুলি জব্দ করেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ নম্বর ধারা অনুযায়ী ইট ভাটায় জ্বালানি কাঠ ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ কিন্তু এই ধারা মোবাইল কোর্ট আইনের তফসিলভুক্ত নয়, তাই নিয়মিত মামলা করার জন্য বন বিভাগকে নির্দেশ প্রদান করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo