আ’লীগ ও বিএনপিকে জড়িয়ে পোস্টার প্রদশর্ণ করায় ভোলায় হাতাহাতি

শরীফ হোসাইন প্রকাশিত: ১৯ জুলাই , ২০২৫ ১৫:২০ আপডেট: ১৯ জুলাই , ২০২৫ ১৫:২০ পিএম
আ’লীগ ও বিএনপিকে জড়িয়ে পোস্টার প্রদশর্ণ করায় ভোলায় হাতাহাতি

ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে আ’লীগ ও বিএনপিকে জড়িয়ে পোস্টার প্র্রদশর্ণ করায় স্থানীয় বিএনপি কর্মী ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে জুমআর নামাজের পর ভোলা কালীনাথ রায়ের বাজার হাটখোলা মসজিদ চত্তরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৮ জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের উপর সন্ত্রাসী হামলা, চলমান খুন-ধর্ষণ ও চাঁদাবাজদের বিচার, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পূনর্বাসন ও আহতদের চিকিৎসা প্রদান, দ্রুত জুলাই সনদ ঘোষণা এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে জুমআর নামাজের পরপর হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা জড়ো হলে তাদের কর্মীদের হাতে থাকা আওয়ামী লীগ ও বিএনপিকে জড়িয়ে “নৌকা আর ধানের শীষ, দুই সাপের এক বিষ” লেখা পোস্টার দেখে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে ওই পোস্টরটি ছিনিয়ে নিয়ে প্রতিবাদ জানায়। এ সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেয়। পরে ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ব্যানারসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাদের পূর্ব নির্ধারিত প্রতিবাদ বিক্ষোভ শেষ করে।

এই বিভাগের আরোও খবর

Logo