মার্চ ২৫ এ খুলে দেওয়া হবে চিলমারী-হরিপুর তিস্তা পিসি গার্ডার সেতু। আগামী বছর মার্চ মাসে যাতায়াতের জন্য খুলে দেয়া হবে ১৪৯০ মিটার চিলমারী-হরিপুর তিস্তা পিসি গার্ডার সেতু। ইতোমধ্যে সেতুর ৯৫ ভাগ কাজ প্রায় শেষ হয়েছে। গতকাল ৩০ নভেম্বর সেতু পরিদর্শনে আসেন এলজিইডির প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে বাকী কাজ শেষে সময়সূচি ঠিক করে ২০২৫ সালে মার্চ মাসে সেতুটি উদ্বোধন করা হবে।এসময় উপস্থিত ছিলেন সেতু নির্মাণ প্রকল্প পরিচালক মো. আব্দুল মালেক, কনসালটেন্ট ও সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল রহমান প্রামানিক, ঢাকা সদর দপ্তরের প্রকল্প পরিচালক গোলাম মওলা, গাইবান্ধা জেলার নিবার্হী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, রংপুরের মো. মুসা, কুড়িগ্রামের মাসুদার রহমানসহ আরও অন্যান্য প্রকৌশলীগণ।