নওয়াপাড়া সার সিমেন্ট,খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই বুধবার বেলা ১১টায় সার সমিতির নিজস্ব কার্য্যালয়ে সার ও খাদ্য শস্য সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গনি সরদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জালাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বি এন পির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বি এন পি সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি আব্দুল আওয়াল খান, মশিয়ার রহমান মশি,মোসলেম উদ্দিন সরদার,কোষাধ্যক্ষ আব্দুল গফফার, যশোর জেলা চেম্বার অব কমার্স এর সদস্য নুর আলম পাটোয়ারী বাবু, ক্রীড়া সম্পাদক আলী হায়দার ।বিশেষ সাধারণ সভায় সমিতির সহ সভাপতি মশিয়ার রহমান মশির প্রস্তাবনায় আগামী ৩ বছরের জন্য আলহাজ্ব আব্দুল গনি সরদার কে সভাপতি ও আলহাজ্ব শাহ জালাল হোসেন কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। শেষে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।