যশোরের অভয়নগর উপজেলার বিএনপি নেতা জনি পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ করেন। নওয়াপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আড়াই হাজার পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। নওয়াপাড়া পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি'র সহযোগিতায় পানিবন্দি মানুষের দুঃখ দুর্দশা কিছুটা লাঘবের আশায় এই খাবার বিতরন করা হয়।
আসাদুজ্জামান জনি জানান, গত তিনদিনের টানা বৃষ্টিতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা তৈরী হয়। এতে পানিবন্দি হয়ে পড়ে শত শত পরিবার। পানি প্রবেশ করে বসতবাড়িসহ রান্নাঘর, গোয়ালঘরে। রাস্তাঘাট ও বাড়ির উঠান পানিতে থই থই করছে। বাড়ি থেকে বের হওয়ার কোন উপায় নেই। রান্নাঘরে পানি উঠে যাওয়ায় রান্নাবান্না করা সম্ভব হচ্ছেনা। পরিবারের মহিলা ও শিশুদের নিয়ে চরম বিপাকে পড়েছে শত শত পরিবার।
আর্থিক সংগতি থাকা সত্বেও এক রকম না খেয়ে দিন পার করতে হচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিয়ে বেশি বিপাকে পড়েছে ওইসব পানিবন্দি মানুষ। এমন পরিস্থিতিতে গত রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাজার ঘাট করে সারা রাত জেগে বাবুর্চি দিয়ে রান্না করিয়েছি। পরে ওয়ার্ড বিএনপি নেতাদের মাধ্যমে এবং ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা পৌরসভার ৯ টি ওয়ার্ড ও ইউনিয়নের পানি বন্দি মানুষের বাড়িতে বাড়িতে রান্নাকরা খাবার নিয়ে উপস্থিত হয়।
এসময় পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন এর দায়িত্বে ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে ওই সব এলাকার পানিবন্দি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে রান্না করা খাবার পৌছে দেয়। ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার পানিবন্দি পরিবারের নিকট আমি নিজে রান্না করা খাবার নিয়ে উপস্থিত হই। এসময় আমার সাথে সহযোগীতা করে ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জহির রায়হান ও সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেনসহ ওই এলাকার নেতৃবৃন্দ।
এছাড়া তালতলা-রাজঘাট এলাকায় আকরাম কোরাইশি পাপ্পু, রাজু আহমেদ ও সুমন হোসেনসহ ওই এলাকার নেতৃবৃন্দ পানিবন্দি মানুষের মাঝে খাবার পৌছে দেয়। এছাড়া পায়রা ইউনিয়নের বিভিন্ন পানিবন্দি মানুষের মাঝে তরফদার সজলসহ ওই এলাকার নেতৃবৃন্দ এই রান্না করা খাবার পৌছে দেয়। এমনি করে প্রায় আড়াই হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। পায়রা ইউনিয়নে রান্নাকরা খাবার বিতরণকারী তরফদার সজল জানান, নওয়াপাড়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি’র সহযোগীতায় পৌরসভার পাশাপাশি আমরা ইউনিয়নবাসির কাছেও রান্নাকরা খাবার পৌছাতে সক্ষম হয়েছি। মানুষ মানুষের জন্য তার এমন উদাহরণ দেখিয়েছেন আসাদুজ্জামান জনি। এতে পানিবন্দি মানুষ জনি’র জন্য অনেক দোয়া করেছে এবং তার এই সহযোগীতা যেন অব্যহত থাকে সেই দাবি জানিয়েছে।