অবশেষে ভর্তির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে

মোঃ রাশেদুল ইসলাম প্রকাশিত: ২৪ মার্চ , ২০২৪ ০৯:২৯ আপডেট: ২৪ মার্চ , ২০২৪ ০৯:২৯ এএম
অবশেষে ভর্তির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষে ভর্তি শুরু হচ্ছে। আগামী ১৩ জুলাই /২০২৪ খ্রিস্টাব্দে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থী নিয়ে ক্লাস শুরুর হবে সেই সঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয়ের যাত্রাও শুরু হবে।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষে ভর্তি শুরু হচ্ছে। আগামী ১৩ জুলাই /২০২৪ খ্রিস্টাব্দে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থী নিয়ে ক্লাস শুরুর হবে সেই সঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয়ের যাত্রাও শুরু হবে।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব এ কে এম জাকির হোসেন জানান, গুচছ প্রক্রিয়ায় ভর্তির কার্যক্রম সম্পন্ন হবে। 

 লিডিং ইউনিভার্সিটি হিসেবে ভর্তির কার্যক্রম পরিচালনা করবে চট্টগ্রাম ভেটেনারী এন্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি। মোট ৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবার গুচ্ছ পরীক্ষা হবে। এবার মাত্র ২টি অনুষদে ৪০ জন করে  মোট ৮০ জন ভর্তি করা হবে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে। অনুষদ দুটি হলো এগ্রিকালচার এবং ফিশারিজ। উপাচার্য আরো জানান আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আগামী ২২এপ্রিল/২০২৪ ইং হতে ৩০মে/২০২৪ ইং পর্যন্ত আবেদন করতে পারবে । পরীক্ষা হবে ১৩ জুলাই /২০২৪। 

এই বিভাগের আরোও খবর

Logo