সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা রেজিঃচট্রঃ ২০৯৭-এর অন্তর্ভুক্ত চারখাই শাখার শাহগলী স্টেন্ডের সিএনজি শ্রমিক আলী হোসেন ও শাহাব উদ্দিনের উপর মিথ্যা মামলা প্রত্যাহরের দাবীতে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুর ২টায় স্থানীয় শাহগলী বাজার বাস স্টেন্ড সংলগ্ন সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়ক প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
চারখাই ইউনিয়ন শাখার সভাপতি এনাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক শাখার সভাপতি আব্দুল আলীম ও বিয়ানীবাজার -জকিগঞ্জ -কানাইঘাট উপজেলা শাখার নেত্রীবৃন্দ এবং চারখাই শাখার সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম কোষাধ্যক্ষ মফিক উদ্দিন,সাবেক তিনবারের সাংগঠনিক সম্পাদক ও চারখাই ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি সাবেল আহমদ, সদস্য ফরিদ উদ্দিন সহ অত্র শাখার শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শ্রমিক নেতারা পৃথক পৃথক বক্তব্য প্রদান করেন। তাদের দুই জন শ্রমিকের উপর রেদোয়ান নামের এক ব্যবসায়ীর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে কঠোর হুশিয়ারি প্রদান করেন। মিথ্যা মামলা তদন্ত বিহীন শ্রমিক কে গ্রেফতার করায় প্রশাসনের প্রতি তিব্র নিন্দা জানিয়ে শ্রমিকরা বলেন এক সপ্তাহের মধ্যে মামলা প্রত্যাহার ও শাহাব উদ্দিনের মুক্তি না হলে, কঠোর আন্দোলনের ডাক দেওয়ার কথা জানান শ্রমিক নেতারা।
এবং রেদোয়ান আহমদ, (মামলার বাদী)এর গাড়ি কোন শ্রমিক যেন না চালায় সেই ঘোষণাও করেন শ্রমিক নেত্রীবৃন্দ।