সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাগেরহাট -২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী জাকিরের মোল্লাহাটে পথসভা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাগুরায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই,জেপি কেন্দুয়ায় জুয়া আইনে জব্দ ষাড় নিলামে বিক্রি সোনারগাঁয়ে টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, একাধিক দোকান পুড়ে ছাই সহকারী অধ্যাপক হলেন ঝিনাইদহের সৎ ও মানবিক চিকিৎসক ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ পরীক্ষা বর্জন করে ৮ দফা দাবী বাস্তবায়নের দাবীতে কমপ্লিট শাটডাউন কর্মসূচী পালন করেছে ফরিদপুরের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা নওগাঁ-০৬ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার্থীদের হেলমেট চুরি ডিসি অফিস চত্বরে চোরের দৌরাত্ম্য, আতঙ্ক গলাচিপা উপজেলা বিএনপির নেতৃত্বে হাসান মামুন এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার্থীদের হেলমেট চুরি ডিসি অফিস চত্বরে চোরের দৌরাত্ম্য, আতঙ্ক

MDPARVEG MUSSAROF / ১০
Update Time : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন

ড্রাইভিং লাইসেন্সের লিখিত ও মৌখিক পরীক্ষা দিতে এসে কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) অফিস চত্বর থেকে একাধিক মোটরসাইকেল আরোহীর হেলমেট চুরির ঘটনা ঘটেছে। এতে পরীক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগীরা জানান, পরীক্ষা দিতে এসে তারা অফিস চত্বরে মোটরসাইকেল রেখে হেলমেটগুলো পাশে বা গাড়ির হ্যান্ডেলে ঝুলিয়ে রাখেন। পরীক্ষা শেষে ফিরে এসে দেখা যায়, তাদের হেলমেট নেই। এভাবে একই সময়ে একাধিক মোটরসাইকেল আরোহীর হেলমেট চুরি হওয়ায় চোরচক্র সক্রিয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এক পরীক্ষার্থী বলেন, “ডিসি অফিসের মতো গুরুত্বপূর্ণ ও নিরাপত্তা বেষ্টিত এলাকায় এমন চুরি খুবই দুঃখজনক। পরীক্ষা শেষে হেলমেট না পেয়ে বিপাকে পড়েছি।”
আরেক ভুক্তভোগী জানান, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো আইনত দণ্ডনীয় হলেও বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে হয়েছে।
এ ঘটনায় পরীক্ষার্থীরা ডিসি অফিস চত্বরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা কর্মীদের তৎপরতা বাড়ানোর আহ্বান জানান তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category