ড্রাইভিং লাইসেন্সের লিখিত ও মৌখিক পরীক্ষা দিতে এসে কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) অফিস চত্বর থেকে একাধিক মোটরসাইকেল আরোহীর হেলমেট চুরির ঘটনা ঘটেছে। এতে পরীক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
ভুক্তভোগীরা জানান, পরীক্ষা দিতে এসে তারা অফিস চত্বরে মোটরসাইকেল রেখে হেলমেটগুলো পাশে বা গাড়ির হ্যান্ডেলে ঝুলিয়ে রাখেন। পরীক্ষা শেষে ফিরে এসে দেখা যায়, তাদের হেলমেট নেই। এভাবে একই সময়ে একাধিক মোটরসাইকেল আরোহীর হেলমেট চুরি হওয়ায় চোরচক্র সক্রিয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এক পরীক্ষার্থী বলেন, “ডিসি অফিসের মতো গুরুত্বপূর্ণ ও নিরাপত্তা বেষ্টিত এলাকায় এমন চুরি খুবই দুঃখজনক। পরীক্ষা শেষে হেলমেট না পেয়ে বিপাকে পড়েছি।”
আরেক ভুক্তভোগী জানান, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো আইনত দণ্ডনীয় হলেও বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে হয়েছে।
এ ঘটনায় পরীক্ষার্থীরা ডিসি অফিস চত্বরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা কর্মীদের তৎপরতা বাড়ানোর আহ্বান জানান তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।