গ্রেফতারকৃত জুনায়েদ মিয়া লাখাই থানার করাব ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি এবং সিংহগ্রামের মৃত সাজু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশগ্রহণ করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব কৃষ্ণ চন্দ্র মিত্র, এসআই মোঃ আখতারুজ্জামান, এসআই প্রণয় কুমার সরকার, এসআই নুরুল ইসলাম মোল্লা, এসআই মোঃ ময়নাল খাঁন এবং এএসআই আব্দুস সালামসহ পুলিশের একটি চৌকস টিম।
ওসি মোঃ জাহিদুল হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর লাখাই থানায় বিশেষ ক্ষমতা আইনে (মামলা নং-০৮) একটি মামলা দায়ের করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ‘ডেভিলহান্ট’ অপারেশনের মাধ্যমে তাকে বুল্লা বাজার থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।