ধামইরহাট উপজেলা প্রতিনিধি
১৭ জুলাই বিকেল সাড়ে ৫ টায় জাতীয় উদ্যান এলাকায় পর্যটক আকর্ষণকারী কৃষ্ণচুড়া, বকুল, সোনালী, পলাশ, কাঞ্চন ফুলের গাছসহ ডেওয়া, মহুয়া গাছের চারা রোপন করেন পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী আলতাদিঘীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
এই উপজেলার নামকরণের ইতিহাস সম্পর্কে বরেন্দ্র অঞ্চলের ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম বিশেষ আলাপচারিতায় জানিয়েছেন বিভিন্ন না জানা তথ্য- তিনি বলেন, ‘ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ জনপদ আমাদের জন্মভূমি ধামইরহাট। অসংখ্য নদনদী খালবিল পরিবেষ্টিত শষ্য শ্যামলা কৃষি প্রধান এই এলাকা। প্রাচীনকালে কৃষিপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণন কষ্টসাধ্য বিষয় ছিল।