সোহেল রানা

সোহেল রানা

চান্দিনা উপজেলা প্রতিনিধি


চান্দিনায় অধ্যক্ষকে জোরপূর্বক পদত্যাগের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

একই ঘটনায় ভূক্তভোগী অধ্যক্ষ মো. জাকির হোসেন ঘটনার সাথে জড়িত মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশ্রাফীসহ তিনজনের নাম উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন।বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে মাদ্রাসার প্রধান গেইটে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পোস্টার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই: ড. রেদোয়ান আহমেদ

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়ন এলডিপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি ।সাবেক ওই প্রতিমন্ত্রী আরো বলেন- দেশে চাঁদাবাজি বন্ধ হলে, চাঁদাবাজদের ধরলে জিনিসপত্রের দাম কমে যাবে। চাঁদাবাজদের যেই টাকা দেওয়া হয় সেই টাকাও জিনিসপত্রের দামের সাথে শতকরা ৫% যোগ হয়।

চান্দিনায় কর্মী সমাবেশে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান ‘২০ দলীয় জোটের সাথে আঁতাত না করে বিএনপি কোন দিন ক্ষমতায় বসতে পারবে না’

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপি’র কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসতে হলে যুগপৎ আন্দোলনে যে দলগুলো নেপথ্যে ছিল তাদেরকে অবশ্যই সাথে রাখতে হবে।

সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়ার ইন্তেকাল

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় নেয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি। বিকাল সাড়ে ৪টায় তাঁর নিজ গ্রাম চান্দিনার মাইজখার ইউনিয়নের মেহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বন্যার্তদের পাশে বিএনপি নেতা শিমুল বিশ্বাস

বুধবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটায় সড়ক পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ পৌঁছলে তাঁকে অভ্যর্থনা জানিয়ে শতাধিক মোটরসাইকেল শোডাউন নিয়ে কালাকচুয়ার মিয়ামী হোটেল প্রাঙ্গণে পৌঁছেন। এসময় সহস্রাধিক নেতা-কর্মীকে সাথে নিয়ে কেন্দ্রীয় নেতা শিমুল বিশ্বাস এর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপি আহবায়ক আতিকুল আলম শাওন।

বন্যার্তদের পাশে বিএনপি নেতা শিমুল বিশ্বাস

বুধবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটায় সড়ক পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ পৌঁছলে তাঁকে অভ্যর্থনা জানিয়ে শতাধিক মোটরসাইকেল শোডাউন নিয়ে কালাকচুয়ার মিয়ামী হোটেল প্রাঙ্গণে পৌঁছেন। এসময় সহস্রাধিক নেতা-কর্মীকে সাথে নিয়ে কেন্দ্রীয় নেতা শিমুল বিশ্বাস এর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপি আহবায়ক আতিকুল আলম শাওন।

চান্দিনার মাধাইয়া ইউপি চেয়ারম্যানসহ অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজী ও লুটতরাজের মামলা

গত রবিবার মামলাটি থানার প্রাথমিক তদন্ত বিবরণী (এফআইআর) হিসেবে গণ্য হয়।এতে ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান তার ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মেহেদী, ইউপি মেম্বার মো. পলাশ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান টিপু, যুবলীগ নেতা মো. সোহাগ ও মো. জোবায়েরসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩৫জনকে আসামী করা হয়।

৬ বছর আগে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অলি’র গাড়িতে হামলার ঘটনা

সোমবার (২৬ আগস্ট) এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বাদী হয়ে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত সহ ৪৯জনের নাম উল্লেখ করে এবং অন্তত ১৬০ অজ্ঞাতনামা আওয়ামী লীগ নোতাকর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

Logo