শামীম খান

শামীম খান

গৌরীপুর উপজেলা প্রতিনিধি ,ময়মনসিংহ


গৌরীপুরে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিবসটি উদযাপন উপলক্ষে রোববার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার নেতৃত্বে লীগের দলীয় নেতা-কর্মীরা পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শোভাযাত্রায় অংশ নেন গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম।

নির্বাচনের সাড়ে তিন বছর পর শপথ নিলেন কাউন্সিলর আলী আহাম্মদ

জানা গেছে, ২০২১ সালের ৩০ জানুয়ারি গৌরীপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে পৌরসভার ৯ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ডালিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এসএম আলী আহাম্মদ। ভোট গ্রহণ শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী উটপাখি প্রতীকের মোহাম্মদ আরিফুল ইসলাম ভূঁইয়াকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন

মানববন্ধনে বক্তরা রিজুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গৌরীপুরে খতিব-ইমাম-মুয়াজ্জিনরা পেলেন ঈদ উপহার

সভা শেষে পৌর মেয়রের পক্ষ থেকে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিন মিলিয়ে ১৪৩ জনকে পোলাও’র চাউল, তেল, সেমাই, কিসমিস, সাবান, চিনি ও আতর ঈদ উপহার হিসেবে দেয়া হয় এবং পৌরসভার পক্ষ থেকে প্রত্যেককে হাদিয়া দেওয়া হয়।

গৌরীপুরে মাদকাসক্ত ভাতিজার হাতে চাচা খুন

প্রতিবাদের ঘটনায় পূর্ব থেকেই শাকিব ক্ষুব্ধ ছিলো চাচার প্রতি। মঙ্গলবার রাতে নিহত ব্যক্তি এশার নামাযের পর তার প্রকৃতির ডাকে সারা দিতে পুকুর পাড়ে যায়। খুনি শাকিব পুকুর পাড়ে মাছ ধরার কোঁচ নিয়ে বসে নেশা করছিল। হাদিস মিয়া ফিরার পথে সাকিবউল্লাহ তাঁর মুখে অনবরত টর্চ মারতে থাকে। মুখে টর্চ মারার ঘটনার প্রতিবাদ করায় শাকিব তাঁর হাতে থাকা কোচের লাঠি দিয়ে চাচার মাথায়, হাত ও পায়ে বেদম প্রহার করে রক্তাক্ত আহত করে। এ ঘটনার পর পরিবারের লোকজন হাদিসকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানেও তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে আহত হাদিস মারা যান।

গৌরীপুর পৌরসভায় ৬০ কোটি টাকার বাজেট

এসময় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম আধুনিক পৌর শহরের স্বপ্ন বাস্তবায়নে পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনার পাশাপাশি নিয়মিত পৌরকর পরিশোধের আহ্বান জানান।পাশাপাশি পৌর শহরের উন্নয়ন কাজের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

বাক্স ও চার্জার ফেলে ১৭৮ টি মোবাইল নিয়ে গেল চোর

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে 'দেশ মোবাইলে' র মালিক জহিরুল ইসলাম রমজান দোকান বন্ধ করে বাসায় যান। দেশ মোবাইল দোকানে রয়েছে বাংলালিংক কাস্টমার কেয়ার।

গৌরীপুরে হতদরিদ্রদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

মঙ্গলবার (৪ জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি উপস্থিত থেকে হতদরিদ্র জনগণের হাতে এসব ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন।

Logo