শামীম খান

শামীম খান

গৌরীপুর উপজেলা প্রতিনিধি ,ময়মনসিংহ


মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে গৌরীপুরে মানববন্ধন

মঙ্গলবার গৌরীপুরে উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে একই দাবিতে উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রেরণ করা হয়।মাবনবন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিব) গৌরীপুর শাখার আহ্বায়ক মো. রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আবু তাহের সিদ্দিক।

গৌরীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীসভা ও সুধী সমাবেশ

সোমবার বিকালে পৌর শহরের উত্তর বাজার এলাকায় এই কর্মীসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো: ফারদিন হাসান হাসিব।প্রধান আলোচকের বক্তব্য দেন ময়মনসিংহ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: আবু বক্কর সিদ্দিক মানিক।

গৌরীপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

লাশের মাথায় ও মুখে রক্তের চিহ্ন রয়েছে এবং গলায় ওড়না প্যাচানো। ফতেহপুর গ্রামের আব্দুল খালেক জানান, সকালে তিনি বাড়ির পিছনের জঙ্গলের পথে যাচ্ছিলেন, এসময় একটি গর্তে গলায় ওড়না বাঁধা রক্তেমাখা লাশ দেখতে পান, পরে গৌরীপুর থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

গৌরীপুর আর্মি ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

পরিদর্শনকালে তিনি গৌরীপুর আর্মি ক্যাম্পে কর্তব্যরত সকল পদবির সেনাসদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় সেনাবাহিনী প্রধানকে ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল ইন্ডাস্ট্রিয়াল এলাকার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবগত করা হয়।

আন্দোলনে নিহতদের স্মরণে গৌরীপুরে আলোচনা সভা ও দোয়া

উপজেলার সিধলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় কবুলেন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। তিনি বলেন, স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছি। কিন্ত এটাই শেষ না। ওরা যে শেষ হয়ে গেছে তা না। কারণ বিভিন্ন ছলছাতুরিতে স্বৈরাচার আবার ফিরে আসতে পারে।

গৌরীপুরে উদীচীর উদ্যোগে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় স্থানীয় বিজয়’৭১ প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশন সংগঠনের নেতৃবৃন্দ।জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক আলী আশরাফ আবীর, সদস্য মুজিবুর রহমান ফকির, এনামুল হাসান অনয় প্রমুখ।বক্তারা বলেন, এ দেশের প্রথম প্রবাসী সরকার এই জাতীয় সঙ্গীত পরিবেশন করে।

গৌরীপুরে শেখ হাসিনা বিচার দাবিতে বিক্ষোভ

শনিবার বিকালে গৌরীপুর পৌর শহরের উত্তরবাজার থেকে উপজেলা ও পৌর যুবদল এবং উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙা। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে শহরের কৃষ্ণচূড়া চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

Logo