মোঃ এরশাদ আলী

মোঃ এরশাদ আলী

আদমদীঘি উপজেলার প্রতিনিধি

সাংবাদিকতার শুরু ২০২১ সাল থেকে ।


আদমদীঘিতে সড়কের গাছ কাটলো যুবলীগ নেতা

তিনি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক। শনিবার দুপুরে বিহিগ্রাম-বন্তইর সড়ক থেকে অনুমোদন ছাড়াই তিনি গাছটি কাটেন। জানা গেছে, প্রায় ১৫ বছর আগে উপজেলার বিহিগ্রাম বাজার থেকে বন্তইর গ্রামের সড়কের দু’পাশে তিন কিলোমিটারজুড়ে বনবিভাগের আওতায় স্থানীয় উপকারভোগীদের মাধ্যমে তিন হাজার শিশু ও ইউক্যালিপটাস সহ নানা ধরনের গাছ রোপন করা হয়।

আদমদীঘিতে দু্র্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধের মৃত্যু

পুলিশ ও নিহতের পারিবার সূত্রে জানাগেছে, নিহত বৃদ্ধ কায়সার ওই গ্রামের বিভিন্ন বাড়িতে দিন মজুরের কাজ করতেন। বুধবার রাত ১২টায় বিদ্যুৎ চলে গেলে কায়সার বাড়ি থেকে বেড়িয়ে আম কুড়িয়ে নিয়ে তার ছেলের বউকে রাজুফা বেগমকে ডাকতে থাকেন।ডাকে সারা দিয়ে রাজুফা তার শ^শুরকে আমগুলো নিজ হেফাজতে রাখতে বলে ঘুমিয়ে পড়েন। এরপর কায়সার আম কুড়াতে আবারো বাড়ি থেকে বেড়িয়ে যান। গভীর রাতে দুর্বত্তের ধারালো অস্ত্রের আঘাতে কায়সারের মাথায় ক্ষত হয়ে প্রচন্ড রক্তক্ষরনে তার মৃত্যু হয়।

সান্তাহার পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা

সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা। বাজেট অধিবেশনে পৌর শহরের যানজট নিরসনে নানা পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

আদমদীঘিতে দুই পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

প্রতিকার চেয়ে সোমবার দুপুরে আব্দুর রহিম নামের ভুক্তভোগী পরিবারের এক যুবক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অবেদন করেন। ঘটনাটি উপজেলার নসরতপুর ইউপির বিনসারা গ্রামে। জানা গেছে, রবিবার সকালে অভিযোগকারি আব্দুর রহিমের প্রতিবেশী ফজলু তার দুই ছেলে সালাম ও পলাশকে সঙ্গে নিয়ে তার বসতবাড়ির সামনে চলাচলের রাস্তায় লোহার তারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে তাদের দুটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে বাড়ি থেকে বহু কষ্টে বের হয়ে তাদের প্রয়োজনীয় কাজ করতে হচেছ।ভোগান্তী পোহাতে হচেছ ওই দুই পরিবারের স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদেরও। অভিযোগকারি আব্দুর রহিম বলেন, ‘জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি মামলা চলমান রয়েছে।

আদমদীঘিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শেখ কুদতর-ই-এলাহী কাজলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন।

আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার বৃদ্ধ

রবিবার সকালে গ্রেপ্তার দেলোয়ারকে অদালতে পাঠানো হয়েছে। তিনি উপজেলার শিবপুর দক্ষিনপাড়ার মৃত খবির সাকিদারের ছেলে। এর আগে, শনিবার রাতে ওই শিশুর মা বাদি হয়ে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন।মামলা থেকে জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার দুপুর সাড়ে ১২টায় তিন বছর বয়সী ওই শিশু এবং তার পাঁচ বছর বয়সী বোন বসতবাড়ীর পাশের মাঠে বেশ কয়েকজন শিশুর সাথে খেলাধূলা করছিল।

আদমদীঘিতে অনুমোদন ছাড়াই সড়কের গাছ কাটার অভিযোগ

জানা গেছে, গত ১৬ বছর আগে উপজেলার সান্তাহার ইউপির দমদমা গ্রামের ২৮জন যুবকরা মিলে সড়কের দু’পাশে দেড় শতাধীক ইউক্যালেপ্টাস গাছ রোপন করেন। তাঁরা নিজ উদ্যোগে গাছগুলো পরিচর্যাও করেন। কাউকে না জানিয়েই হঠাৎ বুধবার সকাল থেকে আব্দুস সালাম গাছগুলো কাটতে শুরু করেন। খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে পুলিশ ঘটনাস্থলে এসে অবসরপ্রাপ্ত ওই শিক্ষক ও কাঠ ব্যবসায়ীকে গাছ কাটতে নিষেধ করেন।দমদমা গ্রামের সাবেক ইউপি সদস্য আতোয়ার রহমান বলেন, ‘গাছগুলো আমার ছেলে শাহরিয়ার কবির শিপলুসহ আমার মহল্লার প্রায় ২৮জন যুবক রোপন করেন। কিন্তু তাদের না জানিয়েই গাছগুলো কাটা শুরু করেন।

চোরাই মোটরসাইকেল বেচা-কেনার সময় পুলিশের অভিযান; আটক-২

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, উপজেলার চাঁপাপুর-আবাদপুকুর সড়কের ফাঁকা একটি স্থানে কয়েকজন ব্যক্তি চোরাই মোটরসাইকেল বেচাকেনা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয় ।

Logo