মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে অজ্ঞাতনামা তরুণী (২২) এর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকাল ৭টার দিকে ওই সড়কের উপজেলার দোগাছি নামক এলাকা থেকে শ্রীনগর থানার পুলিশ অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে প্রেরণ করে।এ সময় মরদেহের পাশ থেকে পুলিশ ৫টি গুলির খোসা উদ্ধার করে।পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করেছে দুবৃত্তরা।স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সাথে সড়কটিতে হাটতে দেখেছে। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি।শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ুম চৌধুরী জানান অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।