লক্ষ্মীপুরে রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিকর্ন দাস প্রকাশিত: ১৭ মে , ২০২৫ ১১:০০ আপডেট: ১৭ মে , ২০২৫ ১১:০০ এএম
লক্ষ্মীপুরে রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে পানিতে ডুবে এক শিশুর  মৃত্যুু 
ঘটনা টি ঘটে ৭নং বামনী  ইউনিয়নের ২নং ওয়ার্ডে,বাঁশ তলি নামক স্থানে,,
শিশুটির নাম সিমি,বয়স ২ বছর (আনুমানিক)
জানা যায়, শিশুটি বাড়িতে খেলা করছিল, মা কাজে ব্যস্ত হয়ে পড়লে শিশুটি কখন এসে পানিতে পড়ে যায় কেউ বলতে পারেনা 
শিশুটির বাবা শাহআলম, গরীব দিন মুুজুর,একেবারে৷ সাদাসীদা মানুষ, 
প্রত্যক্ষদর্শী সূূ্‌ত্রে জানা যায়,, পথচারীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু একটা ভাসতে দেখে সন্দেহ হলে সামনে গিয়ে শিশুটিকে৷ ভাসতে দেখা যায়, সাথে সাথে তাঁরা শিশুটিকে৷ রায়পুর উপজেলা৷ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, তখন জরুরী বিভাগের৷ কর্ত্যবরত ডা:নাহিদ আক্তার মিতু তাকে মৃত বলে ঘোষনা করেন।

এই বিভাগের আরোও খবর

Logo