রাঙামাটিতে অনুষ্ঠিত হলো ‘পৌরকর মেলা ২০২৫’

মোঃ কামরুল ইসলাম ফয়সাল প্রকাশিত: ৪ মে , ২০২৫ ১৮:১৬ আপডেট: ৪ মে , ২০২৫ ১৮:১৬ পিএম
রাঙামাটিতে অনুষ্ঠিত হলো ‘পৌরকর মেলা ২০২৫’

“নিয়মিত পৌরকর পরিশোধ করি, নাগরিক সেবা নিশ্চিত করি”—এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটি পৌরসভার আয়োজনে আজ শুরু হয়েছে ‘পৌরকর মেলা ২০২৫’। শহরের পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় অংশ নেন স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ নাগরিকরা।
মেলার প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে নিয়মিত কর পরিশোধের বিকল্প নেই। নাগরিকদের কর বিষয়ে সচেতন করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। বক্তারা পৌরসভার উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও আলোচনা করেন।
মেলা উদ্বোধনের আগে শহরের পৌর মার্কেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা পৌরসভা মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মেলা চলবে ৪ মে থেকে ৮ মে পর্যন্ত। পাঁচদিনব্যাপী এই আয়োজনে পৌরসভার বিভিন্ন সেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করার পাশাপাশি কর প্রদানকে সহজ ও উৎসাহব্যঞ্জক করতে স্থাপন করা হয়েছে একাধিক সেবা বুথ।

এই বিভাগের আরোও খবর

Logo