মোহাম্মদ আমির হোসেন খান আইএইচআরসি’র সমন্বয়ক হিসেবে নিয়োগ

মোঃ ইসমাইল ইমন প্রকাশিত: ৯ নভেম্বর , ২০২৩ ১১:১৭ আপডেট: ৯ নভেম্বর , ২০২৩ ১১:১৭ এএম
মোহাম্মদ আমির হোসেন খান  আইএইচআরসি’র সমন্বয়ক হিসেবে নিয়োগ
পরিবেশ ও মানবাধিকার সংগঠক মোহাম্মদ আমির হোসেন খান আইএইচআরসি’র সমন্বয়ক হিসেবে নিয়োগ লাভ।

পরিবেশ ও মানবাধিকার সংগঠক মোহাম্মদ আমির হোসেন খান  আইএইচআরসি’র সমন্বয়ক হিসেবে নিয়োগ লাভ। বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক জাতিসংঘ ঘোষিত মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত প্রাণ, বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রাজ্জাকের কৃতি সন্তান মোহাম্মদ আমির হোসেন খানকে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ মহানগরের সমন্বয়ক হিসেবে নিয়োগ প্রদান করেছেন আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টার।

আজ ৮ নভেম্বর সকাল ১১টায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের এক সভায় আইএইচআরসি-এর প্রেসিডেন্ট এম এ হাশেম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই নিয়োগ প্রদানের বিষয়টি ঘোষণা করা হয়। আগামী ৩ মাসের মধ্যে নিয়োগপ্রাপ্ত আমির হোসেন খান আইএইচআরসি-কে শক্তিশালী করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা ও শহরের মানবাধিকার কর্মীদের নিয়ে ২০২৩-২০২৪ সম্মেলনের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেছেন।

এই বিভাগের আরোও খবর

Logo