মহাসড়কে ট্রাক ড্রাইভারকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইকালে আটক ১

মোঃ আব্দুল হান্নান প্রকাশিত: ৭ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:৩৬ আপডেট: ৭ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:৩৬ পিএম
মহাসড়কে ট্রাক ড্রাইভারকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইকালে আটক ১
বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ কর্তৃক ১টি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, ০৭ রাউন্ড গুলিসহ মহাসড়কে ছিনতাইকালে ১ ডাকাত আটক।

বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ কর্তৃক ১টি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, ০৭ রাউন্ড গুলিসহ মহাসড়কে ছিনতাইকালে ১ ডাকাত আটক।
‎রংপুর মিঠাপুকুর থেকে দুইটি ট্রাক ফরিদপুর জেলার টেকেরহাটেরের উদ্দেশ্যে যাচ্ছিল। ৭ সেপ্টেম্বর (রবিবার) রাত সাড়ে ১২টায় বগুড়ার শাজাহানপুর থানাধীন আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামস্থ সাদিক পার্কের অনুমান ৫০ গজ উত্তরপার্শ্বে পৌঁছিলে একটি ট্রাকের পিছনের চাকা পামচার হয়। চাকা পরিবর্তনের সময় মোটরসাইকেল যোগে ০৩ জন ট্রাকের সামনে এসে ট্রাক ড্রাইভার ফরহাদ মিয়াকে ঘিরে ধরে মাথায় পিস্তল ঠেকিয়ে তার পরনের গেঞ্জির বাম পকেট থেকে ৪৫,০০০ টাকা এবং অন্য ট্রাকের সিটকভারের ভিতর থেকে ৪৫,০০০ টাকা, মোট-৯০,০০০ টাকা ছিনিয়ে নেয়। 
‎ইতিমধ্যে, ট্রাক ড্রাইভার চিৎকার করলে সিএনজি যোগে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ০২ সদস্য মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে অপর ডাকাত সদস্য মোঃ মাহমুব খাঁন মোটরসাইকেলে উঠতে না পেরে পিস্তল প্রদর্শন করে ধানের জমির দিকে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। শাজাহানপুর থানা পুলিশ ও ট্রাক ড্রাইভার, হেলপারের সহযোগিতায় ধানের জমি হতে পিস্তল, ম্যাগজিন ভর্তি ০৭ রাউন্ট গুলিসহ তাকে আটক করা হয়। 
‎আটককৃত মোঃ মাহমুব খাঁন (৩৫) সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার পাইকাসা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। পলাতক আসামীদ্বয় সিরাজগঞ্জ সদর থানার বাবইতারা গ্রামের মৃত ফরিদের ছেলে মোঃ জাকির, অপরজন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার চর বকদুল গ্রামের মোজাহার আলীর ছেলে মোঃ আশরাফ ওরফে চান্দি আশরাফ (৩৭)।
‎০৭ সেপ্টেম্বর (রবিবার) ট্রাক ড্রাইভার মোঃ ফরহাদ মিয়া (৫০) বাদী হয়ে এজাহার দায়ের করলে ধারা- ৩৯৪ পেনাল কোড রুজু হয় এবং পিস্তল,ও ম্যাগজিনসহ ০৭ রাউন্ড গুলি রাখার অপরাধে শাজাহানপুর থানার এসআই আবু জাররা বাদী হয়ে মামলা দায়ের করলে আসামি মাহবুব এর বিরুদ্ধে শাজাহানপুর থানায় একই তারিখে ১৮৭৮ সালের অস্ত্র আইনের 19 এ ধারায় আরেকটি নিয়মিত মামলার অজু হয়।
‎বিষয়টি নিশ্চিত করেছেন, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম (পলাশ)। তিনি জানান, আসামি মাহমুব খাঁন বিজ্ঞ আদালতে বিচারাধীন পূর্বের ২৩টি মামলার আসামি। সে আন্ত:জেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। লুন্ঠিত টাকা ও পলাতক আসামীদ্বয়কে গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

এই বিভাগের আরোও খবর

Logo