নতুন বাংলাদেশ গড়তে তারেক জিয়ার নেতৃত্বে ছাত্রদল অগ্রনী ভূমিকা রাখবে
ভোলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
নতুন বাংলাদেশ গড়তে তারেক জিয়ার নেতৃত্বে ছাত্রদল অগ্রনী ভূমিকা রাখবে ভোলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার জেলা বিএনপির কার্যলয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়।বর্ণাঢ্য শোভাযাত্রাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর। শোভাযাত্রায় সদর রোড হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপির কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে ছাত্রদলের বিভিন্ন ইউনিট পৃথক পৃথক শোভাযাত্রা নিয়ে জেলা বিএনপির কার্যলয়ের সামনে জড়ো হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময বক্তরা বলেন, ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহত্তম ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণমানুষের মুক্তি তথা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিগত আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগে বলীয়ান হয়ে নতুন বাংলাদেশ গড়া হবে বলে জানান।