বীরগঞ্জে এক রাতে ৫টি গরু চুরি

মোঃ ফেরদৌস ওয়াহিদ সবুজ প্রকাশিত: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:৫৮ আপডেট: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:৫৮ এএম
বীরগঞ্জে এক রাতে ৫টি গরু চুরি
দিনাজপুরের বীরগঞ্জে তিন পরিবারের গোয়াল ঘর থেকে ৫টি গরু চুরি হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জে তিন পরিবারের গোয়াল ঘর থেকে ৫টি গরু চুরি হয়েছে। গভীর রাতে উপজেলার নিজপাড়া ইউনিয়নের কৈকুড়ি গ্রামের প্রেমহরি, দুলাল ও রূপালী বালা বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। দুলাল রায়ের পিতা খগেন্দ্র নাথ রায় জানান, চুরি যাওয়া গরু গুলোর মধ্যে দুটি গাভীসহ ৪টি গরু ও ১টি বাছুর রয়েছে। যার অনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা বলে জানা গেছে। প্রেমহরি বলেন, রাত ১২টা পর্যন্ত গরু গুলো গোয়াল ঘরে দেখে আমরা ঘুমাতে যাই। রাত ৩টার পর বাড়ীর পাশে পাকা রাস্তায় একটি পিকআপ এসে দাড়ায়। রাস্তার পাশে বাড়ী হওয়ায় আমরা ভেবেছি এমনিতেই গাড়ী এখানে থেমেছে। সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি একটি গরুও নেই। তিনি আরো বলেন, গোয়াল ঘরে ঢুকে চোরেরা গরুগুলো চুরি করে নিয়ে গেছে। নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে গরু চুরির বিষয় অবগত হয়েছি। এ ব্যাপারে থানায় জানানোর প্রস্তুতি চলছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান,গরু চুরির বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ হলে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরোও খবর

Logo