বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা-ব্রাজিলের পরাজয়

রাফি আহমেদ প্রকাশিত: ১৮ নভেম্বর , ২০২৩ ০৯:৪০ আপডেট: ১৮ নভেম্বর , ২০২৩ ০৯:৪০ এএম
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা-ব্রাজিলের পরাজয়
২০২৬ বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে পরাজয়ের স্বাদ পেয়েছ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে মেসির দল। এই অঞ্চলের আরেক ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরে টানা দ্বিতীয় পরাজয়ের পেয়েছে ব্রাজিল।

২০২৬ বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে পরাজয়ের স্বাদ পেয়েছ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে মেসির দল। এই অঞ্চলের আরেক ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরে টানা দ্বিতীয় পরাজয়ের পেয়েছে ব্রাজিল।

 

বিশ্বকাপ বাছাই পর্বে শুরু থেকেই অপ্রতিরোধ্য ছিল আর্জেন্টিনা। দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনা ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে খেলেতে নামে। ম্যাচের দশম মিনিটে উরুগুয়ে এগিয়ে যাওয়ার একটি দারুণ সুযোগ মিস করে। ৩৬ মিনিটে আর্জেন্টিানাও একটি সুযোগ হাতছাড়া করে।


এরপরই পিছিয়ে পরে আর্জেন্টিনা। ৪১ মিনিটে রোনাল্ড আরোউজোর গোলে এগিয়ে যায় উরুগুয়ে।বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে আর্জেন্টিানা। বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। উল্টো ম্যাচের ৮৭ মিনিটে ডারউইন নুনেজের গোলে ২-০ তে পিছয়ে পড়ে মেসিবাহিনা। এই পরাজয়েল পরও পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে আর্জেন্টিনা।


আরকে ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে লিড নিয়েও ২-১ হেরেছে ব্রাজিল। ম্যাচে চতুর্থ মিনিটে গ্যাব্রিয়েল মার্টেনলির গোলে এগিয়ে যায় ব্রাজিল। বিরতির পর চার মিনিটে ঝড়ে ম্যাচ তেকে ছিটকে যায় ব্রাজিল। ৭৫মিনিটে ডিয়াজের গোলে সমতায় ফেরে কলম্বিয়া। ৭৯ মিনেটে ডিয়াজ অবারও গোল করলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

এই বিভাগের আরোও খবর

Logo