বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত

মোঃ শাহিদুল ইসলাম প্রকাশিত: ২৩ জুলাই , ২০২৫ ১৬:০৩ আপডেট: ২৩ জুলাই , ২০২৫ ১৬:০৩ পিএম
বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত

বুধবার(২৩ জুলাই) বেলা ১২ টার সময় বাগআঁচড়া বাজারে ওই ইউনিয়নের নিজস্ব কার্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বরিউল হোসেন রবি।
বিশেষ অতিথি ছিলেন,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য তাজউদ্দীন আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন,অঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি মিজানুর রহমান মিজান,সহ সভাপতি হারুনউর রশিদ,দপ্তর সম্পাদক আবুল কালাম আকন, প্রচার সম্পাদক আব্দুর রশিদ মনা ও কার্যকরী সদস্য মানিক।
অনুষ্ঠানে অতিথিরা নির্বাচিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান। পরে প্রধান অতিথি প্রত্যেক সদস্যকে ফুলের মালা দিয়ে বরণ করেন। 
নির্বাচিত সদস্যরা হলেন,সভাপতি আজিজুর রহমান বাবু,সহসভাপতি তাজরুল ইসলাম ও ইউনুস আলী,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারন সম্পাদক  কামরুজ্জামান লাল্টু, সাংগঠনিক সম্পাদক লিটু ও মন্টু সরদার,প্রচার সম্পাদন উজ্জ্বল কবির, কোষাধ্যক্ষ আবুল কালাম,দপ্তর সম্পাদক শামীম হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাসার বিশ্বাস, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক জামসেদ আলী, সড়ক সম্পাদক আরশাদ হোসেন সন্টু, সমাজ কল্যান সম্পাদক তবিবর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিজ ও আল-আমিন।

এই বিভাগের আরোও খবর

Logo