ফরিদপুরে বাজার নিয়ন্ত্রণহীন

নাজিম বকাউল প্রকাশিত: ১৫ অক্টোবর , ২০২৩ ১০:২২ আপডেট: ১৫ অক্টোবর , ২০২৩ ১০:২২ এএম
ফরিদপুরে বাজার নিয়ন্ত্রণহীন
ফরিদপুরে নিত্যপুর্ন খাবার বাজার নিয়ন্ত্রণহীন। কাচা খাদ‍্য দ্রব‍্য সীমাহীন মূল্য বৃদ্ধি হয়েছে। সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছেে। সরোজমিনে রবিবার সকালে বাজারে গিয়ে দেখা যায় এ অবস্থা।

ফরিদপুরে নিত্যপুর্ন খাবার বাজার নিয়ন্ত্রণহীন। কাচা খাদ‍্য দ্রব‍্য সীমাহীন মূল্য বৃদ্ধি হয়েছে। সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছেে। সরোজমিনে রবিবার সকালে বাজারে গিয়ে দেখা যায় এ অবস্থা

বেগুন প্রতি কেজি একশত টাকা, বেন্ডি প্রতি কেজি আশি টাকা, কচুর লতি নব্বই টাকা, ডিম ষাট টাকা হালি বিক্রি করছে। কাচা খাদ‍্য দ্রব‍্য গড়ে  আশি থেকে একশত টাকা কেজি। ডিম বাজারে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে ক্রেতাদের। বাজারে আসা জনগনে চোখ হতাশ আর হতাশ।  কথা হয় বাজার করতে আশা বাবু.মিজান দেলোয়ার হোসেন এর সাথে।তারা জানান আমার কোথায় বসবাস করি বলতে পারবো না।

এভাবে যদি প্রতিদিন একটা না একটা জিনিসের দাম বাড়তেই আছে। কমার কোন লক্ষন দেখছি না। তারা আরো জানান সামনের দিনগুলো কিভাবে চলবে বা কিভাবে সংসার চালাবো  বলতে পারছি না। প্রতিদিন বাজার  নিয়ন্ত্রণ রাখার জন‍্য অভিযান চালায় তার পরও খাদ‍্য দ্রব‍্যর দাম বাড়তেই থাকে। আমারা বুঝে উঠতে পারছিনা এ কেমন অভিযান। আমরা বাজার  নিয়ন্ত্রণ চাই।

এই বিভাগের আরোও খবর

Logo