নড়াইলে মোটর সাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৮ সেপ্টেম্বর , ২০২৫ ১৫:০৫ আপডেট: ৮ সেপ্টেম্বর , ২০২৫ ১৫:০৫ পিএম
নড়াইলে মোটর সাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

রবিবার বিকেলে হবখালি ইউনিয়নের ফলিয়া গ্রামের জাফর মোল্যার ছেলে জসিম  বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নড়াইল শহরের দিকে আসছিলেন। প্রতিমধ্যে নড়াইল-মাগুরা সড়কের ব্রাক অফিসের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে জসিমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জসিম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।  তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নড়াইল থেকে জসিমকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে রাত সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান।

এই বিভাগের আরোও খবর

Logo