চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের জোগার বাড়ির প্রবাসী শাহিন হোসেনের ভোগ দখলীয় সম্পত্তি জোরপূর্বক জবর দখলের অভিযোগ পাওয়া গেছে, এ বিষয়ে প্রবাসীর স্ত্রী মর্জিনা আক্তার (৩৫) একই বাড়ির ওমর ফারুক জাজু (৬০) ফেরদৌসী আক্তার ঝর্না (৪০) রাকিব হোসেন (৩৫) এর বিরুদ্ধে প্রবাসীর জায়গায় থাকা গাছ-গাছড়া কেটে, টিউবওয়েল টয়লেট ভাঙচুর করে ওই জায়গায় দেওয়াল নির্মাণের অভিযোগ এনে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, শাহিন প্রবাসে থাকায় অভিযুক্তরা তার স্ত্রী মর্জিনা আক্তার ও ছোট ছোট শিশু বাচ্চাদের উপরে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে আসছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার সকালে অভিযুক্তরা এক যোগে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহিনের ভোগ দখলীয় বসত ঘরের পাশে কতগুলো গাছ কেটে রান্নাঘর, টিউবওয়েল, টয়লেট ও হাঁস মুরগির ঘর ভাঙচুর করে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এবং ওই স্থানে জোরপূর্বক দেওয়াল নির্মাণ করে। এ সময় শাহিনের স্ত্রী এগিয়ে এলে অভিযুক্তরা তাকে বিভিন্ন গালমন্দ করে ভয় ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী মর্জিনা আক্তার।এ বিষয়ে চাটখিল থানার এসআই তদন্তকারী কর্মকর্তা অলি উল্লাহর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,কাগজপত্র যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।