নোয়াখালী চাটখিলে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোঃ হানিফ প্রকাশিত: ১ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:৫২ আপডেট: ১ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:৫২ পিএম
নোয়াখালী চাটখিলে আইনশৃঙ্খলা কমিটির সভা

চাটখিল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা গতকাল (৩১ আগস্ট)  রোববার দুপুরে উপজেলা সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা উপজেলার মাদক থাইল্যান্ডি জুয়া,ইভটিজিং, চুরি, ডাকাতি ও জননী পরিবহনের দূর্ঘটনা ও উচ্ছেদ অভিযানের বিষয় গুলো আলোচনা করেন।  
সভায় বক্তব্য রাখেন, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ  ফিরোজ উদ্দিন চৌধুরী, ওসি তদন্ত সুলতান আহমেদ, সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার মুনা, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, চাটখিল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক এমরান হোসেন, চাটখিল প্রেসক্লাবের অর্থ সম্পাদক দৈনিক কালের কন্ঠের চাটখিল ও সোনাইমুড়ী প্রতিনিধি প্রভাষক জসিম মাহমুদ, সাংবাদিক আবু তৈয়ব,  মামুন হোসেন ও আনিস আহম্মেদ হানিফ প্রমূখ। 
সভায় সাংবাদিক জসিম মাহমুদ থাইল্যান্ডি জুয়া, ইভটিজিং ও পশ্চিম বদলকোটে ইয়াবা ব্যবসায়ী ফারুকের বিরুদ্ধে একাধিক নিউজ প্রকাশিত হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ  করেন। 
সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান আইনশৃঙ্খলা জনিত সকল সমস্যা গুলো সমাধানে সকলের সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরোও খবর

Logo