নোয়াখালীর চাটখিল উপজেলায় সমস্যায় জর্জরিত বৈকুন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

মোঃ হানিফ প্রকাশিত: ১ জানুয়ারী , ২০২৫ ১৭:৫৫ আপডেট: ১ জানুয়ারী , ২০২৫ ১৭:৫৫ পিএম
নোয়াখালীর চাটখিল উপজেলায় সমস্যায় জর্জরিত বৈকুন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সমস্যায় জর্জরিত।

নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সমস্যায় জর্জরিত। বিদ্যালয়ে নিরাপদ পানির ব্যবস্থা নেই, শিক্ষার্থীদের ওয়াশ রুম ব্যবহার অনুপযোগী, খেলার মাঠ ছোট এবং খানাখন্দেভরা,এসব সমস্যার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। এছাড়া বাউন্ডারি ওয়াল না থাকায় শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা হীনতায় ভুগতে হচ্ছে।বিদ্যালয়ের সূত্রে জানা যায়, সাতজন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক সহ তিনজন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিউলী  বেগম এসব সমস্যার কথা স্বীকার করে জানান, উপজেলা শিক্ষা অফিসে এসব সমস্যার কথা অবহিত করা হয়েছে। তবে এখনও কোন সমস্যার সমাধান হয়নি। তাই এলাকাবাসী চরম অসন্তোষ প্রকাশ করেছে। মানবাধিকার কর্মী ও স্থানীয়  হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ,কে,এম, মনিরুল হক সহ স্থানীয় এলাকাবাসী  বিদ্যালয়ের বিরাজিত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট  কর্তৃপক্ষ  সহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই বিভাগের আরোও খবর

Logo