নিহত ১, আহত অন্তত ৩০: শেখ হাসিনা বিমান ঘাটি কক্সবাজার

কামরুল হাসান প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী , ২০২৫ ১৭:৪৩ আপডেট: ২৪ ফেব্রুয়ারী , ২০২৫ ১৭:৪৩ পিএম
নিহত ১, আহত অন্তত ৩০: শেখ হাসিনা বিমান ঘাটি কক্সবাজার

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দাদের সাথে বিমান বাহিনীর সংঘর্ষ হয়েছে। এসময় গুলিতে শিহাব কবির নাহিদ (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম।
নিহত শিহাব কবির নাহিদ পৌর ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার সাবেক পিটিআই সুপারিন্টেন্ডেন্ট  নাসির উদ্দিন  এবং কক্সবাজার সরকারী বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমেনা বেগমের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার সুত্রপাত কিভাবে তা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় যুবক প্রতক্ষ্যদর্শী আলী হাসান মো: মোজাহেদ সহ একাধিক ব্যক্তির দাবি, কুতুবদিয়া পাড়া বাসীর পক্ষে আন্দোলনে নেতৃত্ব দেওয়া এডভোকেট জাহেদ কে বিমানবাহিনীর কিছু সদস্য কিছু দিন ধরে হয়রানি করে আসছিল, এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল ১০টার দিকে নিজ কর্মস্থল  কোর্টবিল্ডিং আসার পথে তাকে বিমান বাহিনীর কিছু সদস্য ডায়বেটিকস পয়েন্টের চেকপোষ্টে ধরে মারধর করে এবং টেনে হিচড়ে বিমানঘাটির দিকে নিয়ে যায়, এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা দলবেধে তকে উদ্ধার করতে আসলে  বিমান বাহিনীর সাথে সংর্ঘষের সূত্রপাত হয় বলে জানায়। গুরুত্বর আহত এডভোকেট জাহেদ কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইতিমধ্যে কক্সবাজার সদর আসনের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল সহ সমাজের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে সবাই কে শান্ত থাকার আহ্বান জানান এবং ঘটনার সুষ্ট বিচার দাবি করেন ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয় দুর্বৃত্তদের হামলার কথা।
আজ সোমবার দুপুরে আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিমান ঘাঁটির পাশের সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

এই বিভাগের আরোও খবর

Logo