জামালপুর মেলান্দহে হঠাৎ বন্যার পানি, চিন্তিত কৃষক

মোঃ বায়েজিদ কবির প্রকাশিত: ৩০ আগস্ট , ২০২৩ ১৭:৩৫ আপডেট: ৩০ আগস্ট , ২০২৩ ১৭:৩৫ পিএম
জামালপুর মেলান্দহে হঠাৎ বন্যার পানি, চিন্তিত কৃষক

একখ ভাদ্র মাস আমন রোপণের উপযুক্ত সময়, সময়ে তালে জামালপুর মেলান্দহের নামা অঞ্চলের কৃষকের মাঝে শুরু হয়েছিল জমি প্রস্তুতির দুমদাম এর মধ্যে  হঠাৎ ঢুকে পড়লো বন্যার পানি, থমকে দাঁড়ালো  বর্তমান জামালপুর মেলান্দহের নামা অঞ্চলের কৃষকেরা কৃষকদের সাথে কথা বলে জানা যায়, নামা অঞ্চলের কৃষকের ভাগ্য নির্ভর করবে বন্যার স্থায়িত্বের উপর পুরোপুরি চারা  রোপণের এখুনি সময়, তারাতাড়ি বন্যার পানি নেমে গেলে কৃষকের কোন ক্ষতি হবে না বরং জমি আরও উর্বরতা বৃদ্ধি পাবে আর যদি  পানি দীর্ঘস্থায়ী হয় এই চারার বয়স থাকবে না, এই চারা রোপণ করে ভালো ফসল ঘরে তুলা সম্ভব হবে না। তাই  তারাতাড়ি বন্যার পানি কমতে শুরু করলেই স্বত্বিতে ফিরবে জামালপুর মেলান্দহের নামা অঞ্চলের কৃষক।

এই বিভাগের আরোও খবর

Logo