জামালপুরে জেলা বিএনপির সম্মেলনের ১০ দিন পরই দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে পৃথকভাবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:৪৪ আপডেট: ৩ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:৪৪ পিএম
জামালপুরে জেলা বিএনপির সম্মেলনের ১০ দিন পরই দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে পৃথকভাবে
জামালপুরে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের ১০ দিন পরই জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে পৃথকভাবে। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

শনিবার (২৩ আগস্ট) জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।গতকাল সোমবার বিকেলে শহরের বেলটিয়ার মাঠে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ প্রমুখ। এবারের সম্মেলনে ৭টি উপজেলা ও ৮টি পৌর শাখা বিএনপির ১ হাজার ৫১৫ জন কাউন্সিলরসহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
৯ বছর পর আয়োজিত জেলা বিএনপির এই সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা বিএনপির ১২ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন হাবিব উন নবী খান সোহেল।
নতুন কমিটির নেতারা হলেন সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহসভাপতি শামীম আহমেদ, শহিদুল হক খান দুলাল ও লিয়াকত আলী, সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন ও মোস্তাফিজুর রহমান আরমান, সিনিয়র সাংগঠনিক সম্পাদক ফিরুজ মিয়া এবং সাংগঠনিক সম্পাদক সজিব খান ও আরিফ হোসেন বাহাজ।
সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ফৌজদারী মোড়ে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু, নবগঠিত জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহসভাপতি শহিদুল হক খান দুলাল ও লিয়াকত আলী, সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন ও মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক সজিব খান ও আরিফ হোসেন বাহাজ।
অপরদিকে একই দিন শহরের তালুকদার মার্কেট চত্বরে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করে আরেকটি অংশ। সেখানে বক্তব্য রাখেন সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনি, নবগঠিত জেলা বিএনপির সহসভাপতি শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফিরুজ মিয়াসহ অন্যরা। তাদের ব্যানারে নবগঠিত কমিটির পদ-পদবি ব্যবহার না করে পুরোনো পদ-পদবি লেখা হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন সমাবেশে বলেন, (২৩ আগস্ট) জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েও যারা বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন তাদেরকে বিএনপির মূল ধারায় ফিরে এসে দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় বিএনপির কাছে অভিযোগ জানানো হবে।

এই বিভাগের আরোও খবর

Logo