কুমিল্লার চান্দিনায় কৃষি জমি থেকে অবৈধভাবে অবাধে এক্সেভেটর (ভেকু) দিয়ে মাটির মহোৎসব চলছে। প্রতিদিন উপজেলা জুড়ে বিভিন্ন স্থানে একের পর এক ফসলী মাঠ বিলীন হয়ে যাচ্ছে। ফসলী জমি রক্ষায় অভিযানে নামে ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধ ভাবে ফসলী মাঠে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে জরিমানাসহ ভেকুর ব্যাটারী জব্দ করে ভ্রাম্যমান আদালত। সোমবার (৩ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর গ্রামের কৃষি মাঠে ওই অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন। এসময় ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় কৃষি জমির মাটি কাটার দায়ে ওই ইউনিয়নের মাইজখার গ্রামের আব্দুল গণির ছেলে আবুল কালাম আজাদকে ৫০ হাজার টাকা ও একই গ্রামের শরাফত আলী মৈশানের ছেলে রফিকুল ইসলাম মৈশানকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তি উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি ও মালিকানাধীন কৃষি জমিতে ভেকু মেশিন লাগিয়ে গভীর গর্ত করে মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছে।
স্থানীয়রা তাদেরকে বাধা দিলেও প্রভাবশালীরা তাদের বাধা উপেক্ষা করে মাটি কাটা অব্যাহত রাখে। পরে খবর পেয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন। এ সময় ভেকুর মালিক ও চালককে না পেয়ে ভেকুর ব্যাটারি ও মালামাল জব্দ করে ভ্রাম্যমান আদালত। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন বলেন- এই ভাবে কৃষি জমি থেকে অনুমতি ব্যতীত মাটি কাটার সুযোগ নেই। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।