ঘূর্ণিঝড় হামুনের আশংকায় কুয়াকাটা ছাড়ছেন পর্যটকরা

এম আমির হোসাইন প্রকাশিত: ২৪ অক্টোবর , ২০২৩ ১০:২২ আপডেট: ২৪ অক্টোবর , ২০২৩ ১০:২২ এএম
ঘূর্ণিঝড় হামুনের আশংকায় কুয়াকাটা ছাড়ছেন পর্যটকরা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে কুয়াকাটা ছাড়ছেন পর্যটকরা।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে কুয়াকাটা ছাড়ছেন পর্যটকরা।

সোমবার বিকেল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বৃষ্টি ও বাতাসের তীব্রতা বৃদ্ধির সাথে নদ-নদীর পানিও বাড়ে। উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। ফলে নিরাপদ থাকতে কুয়াকাটা ছাড়তে শুরু করে পর্যটন নগরীতে আগত ভ্রমণ পিপাসুরা। সোমবার বিকেল থেকেই অনেক পর্যটক কুয়াকাটা ছেড়েছেন।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন ও বিপদ সংকেত পেয়ে হোটেল ছাড়ছেন সিংহভাগ পর্যটকরা। পর্যটকরা জানান, কয়েকদিন থাকার ইচ্ছে থাকলেও আবহাওয়া ভালো না থাকার কারণে চলে যাচ্ছি। দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কোথাও বের হওয়া যাচ্ছে না।

এদিকে, ঘুর্ণিঝড় হামুন মোকাবিলায় কলাপাড়া উপজেলায় ১শ’৭০টি সাইক্লোন শেল্টার ও ২০টি মুজিব কিল্লা সহ ৩ হাজার ১শ ৬০ জন সিপিপি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির পাশাপাশি শুকনো খাবার মজুদ রাখা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo