খুলনার দিঘলিয়ায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ভাঙচুর ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সেনহাটি ইউনিয়ন হিন্দু সম্প্রদায় । সোমবার (১৭ মার্চ) বিকাল ৫ টায় উপজেলার সেনহাটি ইউনিয়নে বরোই তলা ঘাট এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অমিত কুমার ঘোষের সঞ্চালনায় শেখ লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ন আহবায়ক দিঘলিয়া থানা ছাত্রদলের মেহেদী হাসান সাজ্জাদ, স্বেচ্ছাসেবক দলের সেনহাটি ইউনিয়নের আহবায়ক মেহেদী হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন , বরোই তলা বাজারে সভাপতি এস, কে, ফিরোজ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রূপচাঁন, সহ সনাতন ধর্মালম্বীদের অসংখ্য ব্যক্তিবর্গ ও এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন , খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার চিহ্নিত সন্ত্রাসী দবির জুলাই গন অভ্যুত্থানে ৫ আগষ্ট এর পর সংখ্যালঘুদের উপর পেশি শক্তি ব্যবহার করে নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে হিন্দু ধর্মালম্বীদের বাড়ি ভাঙচুর, লুটপাট, জমি দখল ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। সেনহাটি হিন্দু সমাজ ও এলাকা বাসী আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তরা আশা করেন অতি দ্রুত সন্ত্রাসী দবির কে গ্ৰেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।