কাজিপুরে নাসিম ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোঃ আব্দুল মজিদ প্রকাশিত: ১৫ জানুয়ারী , ২০২৪ ১১:২৯ আপডেট: ১৫ জানুয়ারী , ২০২৪ ১১:২৯ এএম
কাজিপুরে নাসিম ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
কাজিপুর উপজেলার চরাঞ্চলের খাসরাজবাড়ী ইউনিয়নে হত দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও প্রচন্ড শীতের সময় মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের উদ্যোগে আড়াই শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষ কম্বল পেয়ে মুখে হাসি ফুটেছে।

কাজিপুর উপজেলার চরাঞ্চলের খাসরাজবাড়ী ইউনিয়নে হত দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও প্রচন্ড শীতের সময় মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের উদ্যোগে আড়াই শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষ কম্বল পেয়ে মুখে হাসি ফুটেছে।


সোমবার (১৫ জানুয়ারি) দুপুর দুইটায় কাজিপুর উপজেলার চরাঞ্চলের খাসরাজবাড়ী ইউনিয়নের ২৫০ জন শীতার্ত মানুষের মধ্যে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের উদ্যোগে ও এমপি তানভীর শাকিল জয়ের পক্ষে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।


শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের সময় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এস এম শাহ্ আলম কাজল, খাসরাজবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।  

এই বিভাগের আরোও খবর

Logo