ইয়াবাসহ মধুখালীতে ইউপি সদস্য আটক

নাজিম বকাউল প্রকাশিত: ১৯ অক্টোবর , ২০২৩ ১৬:১৫ আপডেট: ১৯ অক্টোবর , ২০২৩ ১৬:১৫ পিএম
ইয়াবাসহ মধুখালীতে ইউপি সদস্য আটক
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ইউপি সদস্য লিংকন বিশ্বাস (৪০) কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানা পুলিশ।

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ইউপি সদস্য লিংকন বিশ্বাস  (৪০) কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানা পুলিশ।

বুধবার রাতে সমাধিনগন বাজার এলাকার (বালিয়াকান্দি) অংশের একটি মোটরসাইকেল গ্যারেজের সামনে ইয়াবা বেচা-কেনার সময়  গোপন সূত্রে খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ তাকে আটক করে।

বালিয়াকান্দি থানার এস আই রাজিব  জানান, মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য লিংকন বিশ্বাসের  কাছে ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে  বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা রাজ কুমার বিশ্বাস, মানিক, সাইফুল ভুইয়া, ওয়াদুদ মোল্যা  জানান, লিংকন বিশ্বাস  দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তারা এই মাদক কারবারিকে ইউনিয়ন পরিষদ থেকে বহিস্কার করার জন্য ফরিদপুরের জেলা প্রশাসকের  নিকট অনুরোধ করেছেন।

এই বিভাগের আরোও খবর

Logo