নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর দুলা মিয়া পাটোয়ারী বাড়িতে দুই দফা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে দুলা মিয়া হাজী বাড়ীর মৃত আব্দুল মতিন পাটোয়ারীর ছেলে ইমন (৩৯) বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে চাটখিল থানায় ৭ জনকে এবং অজ্ঞাত আরো ৭/৮ জনকে অভিযুক্ত করে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ইমনদের সাথে একই বাড়ির মোহাম্মদপুরের আলোচিত দুলাল হত্যা মামলার অন্যতম আসামি আল নাখিলদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল, এ বিষয়ে আদালতে একাধিক মামলা চলমান।
আদালতে চলমান বিচারিক কার্যক্রম কি উপেক্ষা করে গত বৃহস্পতিবার দুপুরে ও সন্ধ্যায় দুই দফা ইমনদের বাড়িতে আল নাখিলের নেতৃত্বে ১৪/১৫ জনের একদল লোক সন্ত্রাসী হামলা চালিয়ে সীমানা প্রাচীর, বসতঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও নগদ এক লাখ টাকা, ৮ আনা স্বর্ণালংকার লুট এবং ভাঙচুর করে তিন লাখ টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগ করেছে ইমন। এ সময় সন্ত্রাসীরা ইমন ও তার স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে আসে। অভিযোগে ইমন জানায়, দুপুর ১ ঘটিকার সময় নাখিলের নেতৃত্বে সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা করে ভাঙচুর করে লুটপাট চালানোর পর সন্ধ্যায় ওই সন্ত্রাসী তার বসত ঘরে অগ্নি সংযোগ করে, পরে স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সাথে কথা বললে তিনি জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে,বিষয়টি তদন্তাধীন রয়েছে।