বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ মহিলা শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ সদরে এক মহিলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর নুরুল আমিন শিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা আ.জ.ম রুহুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ সদর/গজারিয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ আবু ইউসুফ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি সালমা বেগম, আধারা ইউনিয়নের আমীর মাওলানা ইব্রাহীম খলিল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, “আমরা এমন একটি সমাজ চাই যেখানে ন্যায়বিচার, সমতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটবে। সেই সমাজ প্রতিষ্ঠায় অধ্যাপক আবু ইউসুফ সাহেবকে জয়ী করা জরুরি। অধ্যাপক মোঃ আবু ইউসুফ তাঁর বক্তৃতায় বলেন, “আমরা নারীদের সম্মান, শিক্ষা, নিরাপত্তা ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করবো। জামায়াত নারীবান্ধব সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।” সম্মেলনে বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধে নারী সমাজের জাগরণই পারে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম সমাপ্ত হয়।