ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবী বাস্তবায়নের আহ্বান জানিয়ে ভোলায় পেশাজীবী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের আয়োজন করেছে জেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (১০ অক্টোবর) রাতে জেলা জামায়াতের কার্যালয় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাস্টার জাকির হোসাইন।
পৌর জামায়াতের আমীর জামাল উদ্দিনের সঞ্চালনায় ১৭ বছরের জুলুম নির্যাতনের বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও ভোলা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, কর্মপরিষদ সদস্য জিয়াউল মোর্শেদ চৌধুরী ও মাওলানা জাকির হোসাইন।
পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই সনদ ঘোষণা, ফ্যাসিষ্ট জুলুম নির্যাতন ও গণহত্যার বিচার, জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করাসহ ৫ দফা ঢাবি বাস্তবায়নের লক্ষ্যে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন খলিফাপট্টি ফেরদৌস জামে মসজিদের খতিব মাওলানা মজিব উদ্দিন, নাজিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন, সাংবাদিক এম এ বারি, দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মাকসুদুর রহমান, আমার দেশ জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, জেলা হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান আজাদী, জেলা আইনজীবী নেতা এডভোকেট ইলিয়াস হোসেন সুমন, শিক্ষক নেতা ইমরান হোসেন প্রমূখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের চলমান সংকট নিরসনে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই।