শিল্পাঞ্চল আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়ায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী গ্যাংয়ের ৩ জন সদস্যকে আটক করে।
এ সময় সন্ত্রাসীদের বাসা তল্লাশীকালে একটি অত্যাধুনিক শটগান, দেশীয় তৈরি ধারালো ১৩টি চাপাতি, ৪টি ধারালো ছোরা এবং চাঁদাবাজির টাকা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করে সেনা সদস্যরা। আটকৃকরা হলো, মো. বিশাল (২০) নাজমুল (২০), শিপন (২২)।
আটককৃত সন্ত্রাসী ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।আশুলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হান্নান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়া দিন রয়েছে।