সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দীঘিনালায় অবৈধ ইটভাটায় ইউএনও’র অভিযান ফরিদগঞ্জে দরিদ্র নারীকে ফাঁকি দিয়ে সরকারি চাল চুরির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ‎দরিদ্র নারীদের অর্থের প্রলোভন দেখিয়ে সমাবেশে এনে প্রতারণার অভিযোগ হাসান মামুন ছাড়া কেউ নয়, দশমিনা-গলাচিপা বিএনপির ঐক্যবদ্ধ ঘোষণা আশুলিয়ায় বকেয়া বেতন ও বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মাগুরায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে সভা চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় ধানের দাম কম বিপাকে কৃষক বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি সেলফ রিভিউ ২ দিনের কর্মশালা অনুষ্ঠিত ফ্যাসিস্ট আ.লীগ পেশাজীবি সংগঠনগুলোকে লেজুড়বৃত্তিক করে রেখেছিলো

কমলগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৬৫
Update Time : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ভিডব্লিউবি (VWB) কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।

আজ দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নির্জনা আক্তার হেনা।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মো. শহিদুর রহমান, ইউপি সদস্য রইস আলী, জসিম উদ্দিন, তবিরুন নেছা, সত্যজিত সিংহসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় এই ভিডব্লিউবি চাল বিতরণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য সহায়ক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ভিডব্লিউবি (Vulnerable Women Benefit) কর্মসূচি হলো সরকারের একটি সামাজিক নিরাপত্তা উদ্যোগ, যার মাধ্যমে হতদরিদ্র নারীদের বিনামূল্যে চালসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয়। এ কর্মসূচির আওতায় আলীনগর ইউনিয়নের মোট ১৭৩ জন হতদরিদ্র নারী উপকারভোগীর মধ্যে চাল বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category