মাদারগঞ্জে চাচির পর ৬ বছরের সংসার ও ৪ বছরের সন্তান রেখে যুবকের সাথে এক সৌদি প্রবাসীর স্ত্রীর বর্ষা এর উধাওয়ের ঘটনা ঘটেছে। সোমবার ( ৬ অক্টোবর) দুপুরে উপজেলার কয়ড়া উত্তরপাড়া সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। প্রবাসীর স্ত্রী বর্ষা কয়ড়া উত্তরপাড়া সর্দার বাড়ির মোফাজ্জল সর্দারের মেঝো ছেলে মিনহাজ এর মেয়ে ও সম্প্রতি যুবকের
সাথেও উধাও কনিকার সদ্য সাবেক স্বামী মেহেদী হাসান মিন্টু সর্দারের ভাতিজি। ৫ দিনের ব্যবধানে আপন চাচি ও ভাতিজির যুবকের হাত ধরে চলে যাওয়ায় এলাকায় চলছে আলোচনা- সমালোচনা। জানা গেছে,প্রায় ৬ বছর আগে কয়ড়া বাজার এলাকার নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক সৌদি প্রবাসীর সাথে বিয়ে হয় কয়ড়া উত্তরপাড়া এলাকার সর্দারবাড়ির মোফাজ্জল সর্দারের মেঝো ছেলে মিনহাজ সর্দারের মেয়ে বর্ষার সাথে। বিয়ের পর তাদের ঘরে আসে একটি ফুটফুটে ছেলে সন্তান। এদিকে স্বামী প্রবাসে থাকার সুবাধে প্রতিবেশী আলীর ছেলে ইয়ামিনের সাথে পরকিয়ায় জড়ান বর্ষা। পরকিয়া প্রেমিককে সারাজীবনের জন্য কাছে পেতে ৬ বছরের সংসার ও ৪ বছরের এক সন্তানকে ফেলে রেখে প্রেমিকের হাতে ধরে উধাও বর্ষা। এই ঘটনার মাত্র পাঁচ দিন আগে বর্ষার আপন চাচি কনিকা একই গ্রামের খোকনের সঙ্গে উধাও হন। কনিকা ১০ বছরের সংসার ও ৮ বছরের কন্যাসন্তান রেখে প্রেমিকের হাত ধরে চলে যান।এক সপ্তাহের ব্যবধানে একই পরিবারের চাচি ও ভাতিজির উধাও হয়ে যাওয়ার ঘটনায় পুরো কয়ড়া গ্রামসহ মাদারগঞ্জ জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বর্ষার সৌদি প্রবাসী স্বামী গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। তবে অচিরেই মাদারগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়রি করবেন বলে জানা গেছে।