সিরাজদিখানের কুচিয়ামোড়ায় ট্রাক ও পিকআপের সংঘর্ষ, ফের প্রশ্ন এক্সপ্রেসওয়ের নিরাপত্তা নিয়ে
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া রেলওভার ব্রিজের কাছে ঢাকামুখী লেনে গতকাল মঙ্গলবার ভোরে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে পিকআপ চালক আহত হয়েছেন। ভোর আনুমানিক ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে পিকআপটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকামুখী একটি পণ্যবাহী ট্রাক রেলওভার ব্রিজে ওঠার আগে লেনে দাঁড়িয়ে ছিল। ঝিনাইদহের শৈলকুপার সাদেকপুর এলাকার আতিয়া হোসেনের ছেলে পিকআপ চালক রাজিব (২৮) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেন। এতে পিকআপের সম্মুখভাগ সম্পূর্ণ ভেঙে যায়।
দুর্ঘটনার পর পরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পিকআপের ভেতর থেকে চালক রাজিবকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
সাম্প্রতিক সময়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন ঘন দুর্ঘটনার কারণে মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। হাসাড়া হাইওয়ে থানা জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং চালকদের আরও বেশি সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মহাসড়কে দ্রুতগতির যানবাহনের পাশাপাশি অনিয়ন্ত্রিতভাবে দাঁড়িয়ে থাকা বা ধীরগতিতে চলা গাড়িগুলোও দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই মহাসড়কে কঠোরভাবে ট্রাফিক আইন প্রয়োগের দাবি জানিয়েছেন সাধারণ চালক ও যাত্রীরা।