শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ, ৭ই অক্টোবর ২০২৫, মঙ্গলবার ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা ও ডকুমেন্টরি প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে আবরার ফাহাদের জীবন ও ঘটনার উপর নির্মিত একটি ডকুমেন্টরি প্রদর্শন করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান। তিনি তাঁর বক্তব্যে আবরার ফাহাদের স্মৃতিচারণ করেন এবং দেশপ্রেম ও ন্যায়ের পক্ষে তাঁর অসামান্য অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আবরার ফাহাদের মতো মেধাবী তরুণের আত্মত্যাগ আমাদের সর্বদা অন্যায়ের প্রতিবাদ করতে অনুপ্রাণিত করবে।”