“শিশু, কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের নিয়ে এক পরামর্শমূলক কর্মশালা (Consultation Workshop) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় শহরের পারনান্দুয়ালী ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার পাভেল দাস। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. শামীম কবির, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মজিবুল্লাহ ফরহাদ এবং গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“টাইফয়েড টিকাদান কর্মসূচির সফলতার জন্য গণমাধ্যমকর্মীরা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। গুজব বা ভুল তথ্যের পরিবর্তে যাচাই করা, সঠিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনই জনসচেতনতা বৃদ্ধির মূল হাতিয়ার।”
অন্যান্য বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ, এবং টিকাদান কার্যক্রমের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে কার্যকরভাবে সুরক্ষা দেওয়া সম্ভব। এ বিষয়ে গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণ জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে তাঁরা মত প্রকাশ করেন।
কর্মশালায় মাগুরার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।